বাংলাদেশসহ ৫ দেশকে করোনা টিকা উৎপাদনের প্রশিক্ষণ দেবে ডব্লিউএইচও
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, নিম্ন ও মধ্যম-আয়ের দেশগুলোকে প্রশিক্ষণ দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ায় একটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করেছে, যাতে এই দেশগুলো নিজেরাই টিকা উৎপাদন করতে পারে। যেসব দেশ প্রশিক্ষণ পাবে, তার তালিকায় আছে বাংলাদেশও।
সংস্থাটি দক্ষিণ আফ্রিকার কেপটাউনে একটি প্রযুক্তি স্থানান্তর কেন্দ্র স্থাপনের পর নতুন এই প্রশিক্ষণকেন্দ্রটি স্থাপন করল। দরিদ্র ও মধ্যে-আয়ের দেশগুলোকে এমআরএনএ প্রযুক্তিভিত্তিক করোনা টিকা উৎপাদন শেখানোর জন্য গত বছর ওই কেন্দ্রটি স্থাপন করা হয়।
সিউলের বাইরে স্থাপিত নতুন প্রশিক্ষণকেন্দ্রটি টিকা, ইনসুলিন, মনোক্লোনাল অ্যান্টিবডি প্রভৃতি উৎপাদনে আগ্রহী সব দেশকেই প্রশিক্ষণ দেবে বলে জানান ডব্লিউএইচওর মহাপরিচালক টেডরোস অ্যাডহ্যানম গেব্রেইয়েসাস।
বর্তমানে এ ধরনের প্রশিক্ষণকেন্দ্রের সুবিধার বেশিরভাগই উচ্চ-আয়ের দেশগুলোতে আছে। এর ফলে বহু নিম্ন-আয়ের দেশই এরকম প্রশিক্ষণের সুবিধা নিতে পারে না।
ডব্লিউএইচও জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার প্রশিক্ষণকেন্দ্রটি ইতিমধ্যে স্থানীয় কোম্পানিগুলোকে প্রশিক্ষণ দেয়া শুরু করেছে এবং এখন থেকে অন্যান্য দেশকেও প্রশিক্ষণ দেবে।
ডব্লিউএইচও জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার আমআরএনএ প্রযুক্তি স্থানান্তর কেন্দ্র থেকে আরও পাঁচটি দেশ সহায়তা পাবে। এই দেশ পাঁচটি হলো—বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, সার্বিয়া ও ভিয়েতনাম।
এই দেশগুলো তুলনামূলক দ্রুত উৎপাদনে যাওয়ার সক্ষমতার প্রমাণ দিয়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, বর্তমানে যেসব দেশের এমআরএনএ প্রযুক্তি নেই কিন্তু উৎপাদন অবকাঠামো ও সক্ষমতা আছে সেই দেশগুলোকে অগ্রাধিকার দিচ্ছে তারা।
সূত্র: রয়টার্স