দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের ফিল্ডিং কোচ রাজিন সালেহ
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করছেন রাজিন সালেহ। সাবেক এই ক্রিকেটার একই দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকা সফরেও। যদিও ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রধান কোচের দায়িত্বে থাকায় তার দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা ছিল না । কিন্তু ক্লাবের সঙ্গে আলোচনা করে জাতীয় দলের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বাংলাদেশের হয়ে ২৪ টেস্ট ও ৪৩ ওয়ানডে খেলা রাজিন নিজেই দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি) ইচ্ছা ছিল রাজিনকে দক্ষিণ আফ্রিকায় ফিল্ডিং কোচ রাখার। কিন্তু প্রিমিয়ার লিগে তার দায়িত্ব পালনের বিষয়টি মাথায় রেখে জোরাজুরি করেনি বিসিবি। রাজিন নিজেই ক্লাবের সঙ্গে বিষয়টি মিটিয়ে নেওয়ায় তাকে নিয়েই সফরে যাবে বিসিবি।
এ বিষয়ে রাজিন বলেন, 'আমি দক্ষিণ আফ্রিকা যাচ্ছি। অবশ্যই এটা আমার রুটি-রুজি। আমার ব্যাপারটা বোর্ড দেখবে আমি আশা করি, দেশ আগে। বাংলাদেশ দলে খেলেছি আমি, সবচেয়ে বড় গর্বের ব্যাপার হচ্ছে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করাটা।'
সাকিব-তামিমদের কোচ হিসেবে কাজ করাটা গর্বের জানিয়ে তিনি আরও বলেন, 'যেখানে সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহরা আছে, সেখানে এদের কোচ হয়ে কাজ করাটা অনেক বড় একটা ব্যাপার। আমি ভাগ্যবান যে তাদের মতো ক্রিকেটারের ফিল্ডিং কোচ আমি। তবে আমার শেখার অনেক কিছু আছে। যখন বাইরে যাব, আলাদা কন্ডিশনে কীভাবে অনুশীলন করে, সেটাও শেখা আমার জন্য জরুরি। শিখে এসে জাতীয় দল বা টাইগার্সে কাজে লাগাতে পারব।'
জাতীয় দলের কথা বিবেচনা করে প্রাইম ব্যাংক তাকে ছাড় দিয়েছে বলে জানান রাজিন। প্রিমিয়ার লিগের সুপার লিগে দলের সঙ্গে যোগ দেওয়ার আশা তার, 'আমার ক্লাব আমাকে অনেক ছাড় দেবে। আমি এসে জয়েন করব। এই ক্লাবের সাথে আমি দুই-তিন বছর কাজ করেছি। ক্লাব আমাকে ভালোবাসে। আমি আশা করি আমাদের দল সুপার লিগে যাবে, এর আগেই বাংলাদেশ দল ফিরবে। আমি এসে যোগ দেব। এটায় সমস্যা নেই। আমি সফর শেষ করে আসব।'
দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে আগামী ১২ মার্চ দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ। ১৮ মার্চ সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে। ২০ মার্চ জোহানেসবার্গ এবং ২৩ মার্চ সুপারস্পোর্ট পার্কে পরের দুই ওয়ানডে হবে। প্রথম টেস্ট ডারবানে শুরু হবে ৩১ মার্চ। ৮ এপ্রিল পোর্ট এলিজাবেথে শুরু হবে দ্বিতীয় টেস্ট।