ইরানি পররাষ্ট্রমন্ত্রীর টুইটের প্রতিবাদে রাষ্ট্রদূতকে তলব করল ভারত
দিল্লিতে মুসলিমদের ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়েছে। এই সহিংসতার প্রেক্ষিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এক টুইট করেন। সেখানে ভারত ও ইরানের ঐতিহাসিক বন্ধুত্বের কথা উল্লেখ করে অবিলম্বে সহিংস হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
তবে একে ভারতের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে জারিফের টুইটের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলী চেগেনিকে তলব করে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে।
এর আগে গত সোমবার এক টুইট বার্তায় ভারতীয় কর্তৃপক্ষের প্রতি 'নির্বিচার' সহিংসতা বন্ধের আহ্বান জানান জারিফ। ভারতীয় মুসলমানের বিরুদ্ধে এই ধরনের সংঘঠিত হামলাকে ইরান নিন্দা জানায় বলেও তিনি উল্লেখ করেন। খবর এনডিটিভির।
'শত শত বছর ধরে ইরান এবং ভারতের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। এই অবস্থায় আমরা দেশটির কর্তৃপক্ষের প্রতি সকল ভারতীয় নাগরিকের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাই। আমাদের প্রত্যাশা ভারত সরকার নির্বিচার খুনোখুনিতে অংশ নেওয়া দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে। সহিংসতা নিরসনে শান্তিপূর্ণ আলোচনা এবং আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই' এমনটাই লিখেছেন জারিফ।
ইতোপূর্বে গত সপ্তাহে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বিশ্ব নেতা এবং সংস্থাগুলোর প্রতি দিল্লির পরিস্থিতি নিয়ে কোনও 'দায়িত্বজ্ঞানহীন' বক্তব্য না দেওয়ার অনুরোধ করেছিলেন। এটা ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং খুবই 'স্পর্শকাতর বিষয়' বলেও তিনি উল্লেখ করেন।
এরপরেও জারিফ গত সোমবার নিজের টুইট বার্তায় সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।