রাশিয়ানদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে না: বাইন্যান্স
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স জানিয়েছে, 'একতরফাভাবে' রাশিয়ান ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ফ্রিজ করবে না তারা। তবে, যাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাদের অ্যাকাউন্ট ব্লক করা হবে বলে সোমবার জানিয়েছে কোম্পানিটি।
এর আগে রোববার, বিশ্বের প্রধান সব ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জগুলোকে রাশিয়ান ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ব্লক করার আহ্বান জানান ইউক্রেনের ভাইস প্রাইম মিনিস্টার মিখাইলো ফেদোরভ।
ফেদোরভ তার টুইট বার্তায় বলেছেন, "শুধুমাত্র রাশিয়ান ও বেলারুশিয়ান রাজনীতিবিদদের অ্যাকাউন্ট নয়, তাদের সাধারণ জনগণের অ্যাকাউন্টও বন্ধ করা জরুরি।"
তার টুইটার পোস্টের পরই এই বিবৃতি দেয় বাইন্যান্স।
সিএনবিসিকে বাইন্যান্সের এক মুখপাত্র বলেন, "আমরা একতরফাভাবে নির্দোষ ব্যক্তিদের অ্যাকাউন্ট ফ্রিজ করবো না।"
"বিশ্বের সকলকে আর্থিক স্বাধীনতা দেওয়ার জন্য কাজ করে ক্রিপ্টো। একতরফাভাবে এত সংখ্যক ব্যবহারকারীর অ্যাকাউন্ট ফ্রিজ করা হলে ক্রিপ্টোর মূল অর্থই বদলে যাবে," বলেন তিনি।
অন্যদিকে, ইউক্রেনের প্রধান শহরগুলোতে আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া।
তবে, রাশিয়ানদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে কিনা, তা জানতে অন্যান্য প্রধান ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জগুলোকে প্রশ্ন করা হলে এখনও কোনো উত্তর পাওয়া যায়নি।
ক্রিপ্টো এক্সচেঞ্জ ক্র্যাকেনের সিইও জেসি পাওয়েল সোমবার টুইটারে বলেন, "কোনো আইনি ব্যাখ্যা ছাড়া রাশিয়ানদের অ্যাকাউন্ট ব্লক করতে পারবে না কোম্পানি।"