পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ৩০
শুক্রবার (৪ মার্চ) পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের একটি শিয়া মসজিদে শক্তিশালী বোমা হামলায় ৩০ জনেরও বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জনেরও বেশি; তাদের মধ্যে অনেকেরই অবস্থা গুরুতর। খবর আল জাজিরার।
পেশোয়ারের পুরনো শহরের কুচা রিসালদার মসজিদে জুমার নামাজের জন্য মুসল্লিরা জড়ো হওয়ার সময় এ বিস্ফোরণ ঘটে।
পেশোয়ারের পুলিশ প্রধান মোহাম্মদ ইজাজ খান জানান, মসজিদের বাইরে থাকা পুলিশকে লক্ষ্য করে দুইজন অস্ত্রধারী গুলি চালালে সহিংসতা শুরু হয়।
এ সময় গোলাগুলিতে এক অস্ত্রধারী ও এক পুলিশ সদস্য নিহত হন। এছাড়া, আরেকজন পুলিশ সদস্য আহত হন। এরপর বেঁচে যাওয়া অস্ত্রধারী মসজিদের ভেতরে প্রবেশ করে বোমা বিস্ফোরণ ঘটায়।
পাকিস্তানের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট জানিয়েছে, প্রায় ৫ কেজি বিস্ফোরক ব্যবহার করার পাশাপাশি বল বিয়ারিংও যুক্ত করা হয়েছিল বোমাটিতে।
হতাহতদের অ্যাম্বুলেন্সে করে শহরের লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানান, হামলায় ৬০ জনের বেশি আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি।
স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ খান বলেন, "আমরা জরুরি অবস্থার মধ্যে রয়েছি; আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে। আমরা বিস্ফোরণের প্রকৃতি বোঝার চেষ্টা করছি, তবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মঘাতী হামলা।"
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় অন্তত ১৫০ জন মুসল্লি মসজিদের ভিতরে ছিলেন।
এদিকে, হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান। খান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে তদন্ত প্রতিবেদন তলব করেছেন তিনি। সেইসঙ্গে আহতদের জন্য জরুরি চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন।
- সূত্র: আল জাজিরা