দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুখী দেশ নেপাল
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/03/20/nepal-happiest-country-in-south-asia.jpg)
বিশ্বের সুখী দেশের তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ।
শুক্রবার প্রকাশিত প্রতিবেদন অনুসারে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে নেপাল। আর বিশ্বে দেশটির অবস্থান ৮৫ তম। তালিকায় দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যেমন- বাংলাদেশ ৯৯তম, পাকিস্তান ১০৩তম, শ্রীলঙ্কা ১২৬তম এবং ভারত রয়েছে ১৩৬তম স্থানে।
তালিকা অনুযায়ী, প্রতিবেশী চীন নেপালের চেয়ে আরও তিন ধাপ ওপরে ৮২তম স্থানে রয়েছে। প্রতিবেদনে আফগানিস্তানকে বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে; তালিকায় দেশটির অবস্থান ১৪৬তম।
এদিকে এ বছরও সবচেয়ে সুখী দেশ হিসেবে তালিকাভুক্ত হয়েছে ফিনল্যান্ড। টানা পাঁচ বছর ধরে সুখী দেশের তালিকায় রয়েছে দেশটি।
ফিনল্যান্ডের পরেই সুখী দেশের তালিকায় জায়গা করে নিয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, সুইডেন, নরওয়ে, ইসরায়েল, নিউজিল্যান্ড এবং অস্ট্রিয়া।
- সূত্র: দ্য হিমালয়া নিউজ