বিকেএসপিতে বিজয় ঝড়, প্রাইম ব্যাংকের বড় জয়
সৌম্য সরকারের পর এনামুল হক বিজয় হতে পারতেন দ্বিতীয় ব্যাটসম্যান, যার নামের পাশে শোভা পেতে পারতো লিস্ট 'এ' ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করার খেতাব। বিকেএসপির চার নম্বর মাঠে ব্যাট হাতে ঝড় তুলে সেই পথেই ছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। কিন্তু পারেননি, ১৪ রান দূরে থাকতে থামতে হয় তাকে। তবে বিজয়ের অসাধারণ এইনিংসের সুবাদে ঢাকা প্রিমিয়ার লিগে বিশাল জয় পেয়েছে তার দল প্রাইম বাংক ক্রিকেট ক্লাব।
রোববার প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে শাইন পুকুর ক্রিকেট ক্লাবকে ১১১ রানের বড় ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক। চার ম্যাচে টানা চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ক্লাবটি। দিনের আরেক ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে খেলাঘরের বিপক্ষে ২০ রানের জয় পেয়েছে আবাহনী লিমিটেড। চার ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে আছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা।
শাইন পুকুরের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করতে নামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ওপেনার এনামুল হক বিজয়ের ১৮৪ ও নাসির হোসেনের ঝড়ো ৬১ রানের সুবাদে ৫ উইকেটে ৩৮৮ রানের বিশাল সংগ্রহ গড়ে তারা। জবাবে রাকিবুল হাসানের স্পিন ঘূর্ণির মুখে লড়াই করেও ৮ উইকেটে ২৭৭ রানের বেশি তুলতে পারেনি শাইন পুকুর।
বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১০৯ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ৯৮ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন শাইন পুকুরের জিম্বাবুইয়ান রিক্রুট সিকান্দার রাজা। সাজ্জাদুল হক করেন ৫৬ রান। এ ছাড়া অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন ২৭, রাহাতুল ফেরদৌস ২৮, অভিষেক মিত্র ১৮ ও আনিসুল ইসলাম ইমন ১৮ রান করেন। প্রাইম ব্যাংকের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ৪টি উইকেট নেন। একটি করে উইকেট পান অলোক কাপালি, শেখ মেহেদি হাসান, রেজাউর রহমান রাজা ও মনির হোসেন।
এর আগে ব্যাটিং করা প্রাইম ব্যাংকের হয়ে ইনিংস উদ্বোধন করতে নেমে ৪৫ ওভার পর্যন্ত ব্যাটিং করেন বিজয়। চোখ ধাঁধানো সব শটে সৌম্য সরকারের পর বাংলাদেশের লিস্ট 'এ' ক্রিকেটে দ্বিতীয় ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরির আশা জাগান তিনি। কিন্তু আসাদুজ্জামান পায়েলের বাধায় তা হয়নি। ১৪২ বলে ১৮টি চার ও ৮টি ছক্কায় ১৮৪ রানের দারুণ ইনিংস খেলে আউট হন বিজয়। লিস্ট 'এ' ক্রিকেটে এটাই তার ক্যারিয়ার সেরা ইনিংস।
পাঁচে নেমে মাত্র ৩২ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় ৬১ রানের খুনে ইনিংস খেলেন নাসির হোসেন। এ ছাড়া শাহাদাত হোসেন দিপু ৪৭, অভিমন্যু ইশ্বরণ ৩০ ও অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৩০ রান করেন। শাইন পুকুরের আসাদুজ্জামান পায়েল ও সিকান্দার রাজা ২টি করে উইকেট নেন। একটি উইকেট পান আলাউদ্দিন বাবু।