ভারতে সবচেয়ে বেশি নাগরিকত্ব পেয়েছে বাংলাদেশ থেকে আবেদনকারীরা
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2020/03/06/896588-nityanand-rai-rs-file.jpg)
প্রতিবেশী দেশগুলো থেকে প্রায় ১৯ হাজার লোককে নাগরিকত্ব দিয়েছে ভারত। ২০১৪ সাল থেকে ২০১৯ পর্যন্ত এসব ব্যক্তিকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়। গত বুধবার ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় এই তথ্য জানানো হয়।
তথ্যটি তুলে ধরেন দেশটির স্বরাষ্ট্রবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই। বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান থেকে আবেদন করা এসব ব্যক্তিকে নাগরিকত্ব দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
তার দেওয়া তথ্যানুসারে নাগরিকত্বের আবেদন মঞ্জুর করা হয় ১৮ হাজার ৯৯৯ জনের, এদের মাঝে সবচেয়ে বেশি ১৫ হাজার ৩৬ জন বাংলাদেশ থেকে আবেদন করেছিল।
বুধবার রাজ্যসভায় উত্থাপিত এক প্রশ্নের লিখিত উত্তরে এসব কথা জানান নিত্যানন্দ রাই। খবর এনডিটিভির।
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/infograph/public/images/2020/03/06/indian-passport_650x400_51463332286.jpg)
তার লিখিত উত্তরপত্র অনুসারে বাংলাদেশ থেকে আবেদনকারীদের মাঝে সবচেয়ে বেশি লোককে নাগরিকত্ব দেওয়া হয় ২০১৫ সালে। ১৯৫৫ সালে প্রণীত ভারতীয় নাগরিকত্ব আইনের ৭নং অনুচ্ছেদের আওতায় সে বছর মোট ১৪ হাজার ৮৬৪ প্রাক্তন বাংলাদেশি আবেদনকারী ভারতীয় নাগরিকত্ব লাভ করেন।
এর আগে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি স্বাক্ষর করেছিল। ওই চুক্তি স্বাক্ষরের পরেই এসব প্রাক্তন বাংলাদেশিকে নাগরিকত্ব দেয় ভারত সরকার।
মন্ত্রী নিত্যানন্দ আরও জানান, বাংলাদেশি বাদে ২ হাজার ৯৩৫ জন পাকিস্তানী, ৯১৪ জন আফগান, ১১৩ জন শ্রীলিঙ্কান এবং মায়ানমারের ১ জনকে ২০১৪ থেকে এ পর্যন্ত ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়।