বাংলাদেশকে হতাশ করে লেজের জুটিতে সংগ্রহ বাড়িয়ে নিল প্রোটিয়ারা
ডারবান টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। কয়েক ওভারের মধ্যেই টানা দুই উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে বিপাকে ফেলে দেন খালেদ আহমেদ। কিছুক্ষণ পর স্বাগতিকদের চাপ বাড়ান মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেন।
প্রোটিয়াদের প্রথম ইনিংস গুটিয়ে যাওয়াটা সময়ের ব্যাপার মনে হচ্ছিল। কিন্তু বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে শেষ দুই জুটিতে সংগ্রহ বাড়িয়ে নিল ডিন এলগারের দল। কিংসমিড স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নামা দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৩৬৭ রান তুলেছে। নবম উইকেটে ৩৪ ও দশম উইকেটের ৩৫ রানে এই সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।
২৯৮ রানে ৮ উইকেট হারিয়ে ফেল প্রোটিয়ারা। সেখান থেকে দলের হাল ধরে নবম উইকেটে ৩৪ রানের জুটি গড়েন লিজাড উইলিয়ামস ও সাইমন হার্মার। উইলিয়ামসকে ফিরিয়ে এই জুটি ভাঙেন প্রথম ইনিংসে বাংলাদেশের সফলতম বোলার খালেদ। কিন্তু এতে কাজ শেষ হয়নি। দশম বা শেষ উইকেটে ৩৫ রান যোগ করেন সাইমন হার্মার ও ডুয়ানে অলিভিয়ার।
৪ উইকেটে ২৩৩ রান তুলে প্রথম দিন শেষ করে দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমা ৫৩ ও কাইল ভেরেইনা ২৭ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিন সাবধানী শুরু করেও সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। ৮৩তম ওভারে যমদূত হয়ে হাজির হন খালেদ। টানা দুই বলে কাইল ভেরেইনা ও ভিয়ান মুলডারকে ফিরিয়ে দেন তিনি।
প্রথম দিন দারুণ এক ডেলিভারিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারকে সাজঘরে ফেরানো খালেদ এদিন আরও আগুনে বোলিং করেন। গুড লেংন্থের এক ডেলভারিতে ভেরেইনাকে পুরোপুরি পরাস্থ করেন তিনি। এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন ভেরেইনা। কিন্তু রিভিউ হারানোর সঙ্গে সঙ্গে ভেরেইনার উইকেটও হারাতে হয় স্বাগতিকদের। ৮১ বলে ২৮ রান করে বিদায় নেন ভেরেইনা।
পরের বলেই ভিয়ান মুলডারকে সাজঘর দেখিয়ে দেন খালেদ। রানের খাতা খোলার আগেই বিদায় নিতে হয় তাকে। এরপর স্বাগতিকদের পথ দেখাতে থাকেন টেম্বা বাভুমা ও কেশব মহারাজ। ৯৮ ওভারের শেষ বলে বাভুমাকে বোল্ড করে এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ফেরার আগে ১৯০ বলে ১২টি চারে সর্বোচ্চ ৯৩ রান করেন বাভুমা। পরের বলে ১৯ রান করা মহারাজকে ফেরান এবাদত।
সব মিলিয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশনটা দারুণ কাটে বাংলাদেশের। ৮১ রানের মধ্যে প্রোটিয়াদের ৪টি উইকেট তুলে নেয় তারা। কিন্তু শেষ দুই জুটি ভাঙতে সময় নিয়ে ফেলে বাংলাদেশ। সাইমন হার্মার ৩৮ রানে অপরাজিত থাকেন। লিজাড উইলিয়ামস ও ডুয়ানে অলিভিয়ার ১২ রান করে করেন।
এর আগে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার ৬৭, সারেল আরভিয়া ৪৭ ও কিগান পিটারসেন ১৯ রান করেন। বাংলাদেশের পেসার খালেদ আহমেদ ৪টি উইকেট নেন। মেহেদী হাসান মিরাজ ৩টি ও এবাদত হোসেন ২টি উইকেট নেন।