বাজে মানসিক ভুলে আউট হয়েছেন তামিম!
প্রায় এক বছর পর টেস্টে ফেরা। তামিম ইকবালের ব্যাটিং দেখে সেটা বোঝার উপায় নেই। পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করে যাচ্ছিলেন অভিজ্ঞ এই ওপেনার। সোজা ব্যাটে ওয়ানডে স্টাইলে দলের স্কোরকার্ডে রান যোগ করছিলেন তিনি। কিন্তু ঝুঁকিপূর্ণ শট খেলতে গিয়ে আউট হতে হয় তাকে।
বাংলাদেশ ওপেনার কেন হঠাৎ অমন ঝুঁকি নিলেন, সেটা বুঝতে পারছেন না বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স। অস্ট্রেলিয়ান এই কোচের মনে হয়েছে, পুরো ইনিংসে কীভাবে ব্যাটিং করেছেন, সেটা তামিম ভুলে গিয়েছিলেন। চার মেরে হাফ সেঞ্চুরি পূর্ণ করতে গিয়ে তামিম ঝুঁকি নিয়েছেন। আর এটা হয়েছে বাজে এক মানসিক ভুলে।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৪৫৩ রানে অলআউট করে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। সফরকারীদের শুরুটা হয় এলোমেলোভাবে। দলীয় ৩ রানেই ফিরে যান ওপেনার মাহমুদুল হাসান জয়। এরপরও দরকে চাপ বুঝতে দেননি তামিম ও নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে ৭৯ রানের জুটি গড়ে দলকে ছন্দে ফেরান তারা। কিন্তু তামিম ফিরতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলাদেশর ব্যাটিং লাইন আপ।
দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে ৪১ ওভারে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৩৯ রান। মুশফিকুর রহিম ৩০ ও ইয়াসির আলী রাব্বি ৮ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসের কিছুটা পথ পাড়ি দিতেই মুমিনুল হকের দলকে পড়ে যেতে হয়েছে ইনিংস হারের শঙ্কায়। ফলোঅন এড়াতে বাংলাদেশকে করতে হবে ২৫২ রান। এই রান ছুঁতে এখনও বাকি ১১৩ রান, হাতে উইকেট ৫টি। এ ছাড়া প্রথম ইনিংসে ৩১৪ রানে পিছিয়ে বাংলাদেশ।
দিন শেষে অন্যান্য ব্যাটসম্যানের পাশাপাশি তামিমের আউটের ধরন নিয়ে কথা বলতে হয় সিডন্সকে। ভিয়ান মুল্ডারের করা ডেলিভারিটি অফ স্টাম্পের বাইরে পিচ করে ভেতরে ঢোকে। অন সাইডে খেলার চেষ্টায় তামিম ব্যাটের মুখ ঘুরিয়ে ফেলেন একটু আগেই। বল লাগে প্যাডে। প্রোটিয়াদের আবেদনে তামিমকে এলবিডব্লিউতে আউট দেন আম্পায়ার।
দিন শেষে তামিমের আউটের ধরন নিয়ে কথা বলতে হয় সিডন্সকে। তিনি বলেন, 'আমার মনে হয়, চার দিয়ে তামিম পঞ্চাশ ছুঁতে চেয়েছিল। সে ভুলে গিয়েছিল, পুরো ইনিংস কীভাবে খেলেছে। সে নান্দনিক সোজা ব্যাটে খেলছিল, পা আড়াআড়ি ছিল না। ওর আগ্রাসী ব্যাটিং বোলারদের চাপে ফেলে দিয়েছিল, যেটা ছিল অসাধারণ। আমাদের ড্রেসিংরুম নির্ভার হয়ে উঠেছিল। আমি মনে করি, ৪৭ পর্যন্ত সে ভালো খেলেছে। খুব ভালো হতো, যদি এভাবে চালিয়ে যেতে পারতো।'
দীর্ঘদিন পর টেস্ট খেলতে নেমে আক্রমণাত্ম ব্যাটিং করেন তামিম। ওয়ানডের গতিতে তোলেন রান। তবে আগ্রাসনের কারণে তিনি আউট হয়েছেন বলে মনে করেন না সিডন্স। তার মতে বাজে মানসিক ভুল ছিল অভিজ্ঞ এই ওপেনারের।
সিডন্স বলেন, 'তামিমের ইনিংস ওর সহজাত ব্যাটিংয়েই এগিয়েছে। টেস্ট কিংবা ওয়ানডেতে সে শুরুতে আগ্রাসী থাকে, পরে থিতু হয়। পেসারদের শুধু বাজে বলগুলোর ওপরই চড়াও হয়। আজ বল ভালো ছেড়েছে, ডিফেন্স করেছে। ইনিংসের শুরুতে সে এবং শান্ত রাউন্ড দ্য উইকেটে করা বল খুব ভালোভাবে সামাল দিয়েছে। আমার মনে হয় না আগ্রাসনের জন্য তামিম আউট হয়েছে। এটা ছিল বাজে একটি মানসিক ভুল।'