নিজেদের ঋণ খেলাপি ঘোষণা করলো শ্রীলঙ্কা
আর্থিক সমস্যায় জর্জরিত শ্রীলঙ্কা ৫১ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধে নিজের অপারগতা ঘোষণা করেছে। দেশটির রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকায় মঙ্গলবার (১২ এপ্রিল) নিজেকে ঋণ খেলাপি হিসেবে ঘোষণা দিয়েছে দেশটি।
শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, শ্রীলঙ্কা সরকারের নীতি হবে স্বাভাবিক ঋণ পরিষেবা স্থগিত করা। যে সমস্ত ঋণদাতা সংস্থা বা দেশ ঋণ দিয়েছিল, তারা তাদের মতো করে সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে। সুদ আদায়ের ক্ষেত্রে এই পন্থার কথা বলা হয়েছে। এর ফলে সেদেশের সঙ্গে বিভিন্ন দেশের যে ঋণের সমঝোতা রয়েছে তা ক্ষতিগ্রস্ত হবে, এছাড়া আন্তর্জাতিক বন্ডেও এর প্রভাব পড়বে।
কলম্বো জানিয়ে দিয়েছে, তারা কোনো বিদেশি ঋণ পরিশোধ করতে পারবে না।
জরুরি ভিত্তিতে পণ্য আমদানির জন্য পর্যাপ্ত পরিমাণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ না থাকায় এই উদ্যোগ নিতে বাধ্য হয়েছে শ্রীলঙ্কার সরকার। অর্থনৈতিক পরিস্থিতি যেন আরও অবনতির দিকে না যায়, সে কারণেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। এ পদক্ষেপকে পরিস্থিতি সামলে নেওয়ার 'শেষ ভরসা' হিসেবে উল্লেখ করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে।
বিদেশি ঋণের চাপে শ্রীলঙ্কার আর্থিক পরিস্থিতি ক্রমেই সংকটের দিকে যেতে শুরু করেছিল। করুণ আর্থিক অবস্থার কারণে দেশটির জ্বালানি ও বিদ্যুৎ থেকে শুরু করে খাদ্য সমস্যাও এখন তুঙ্গে। জ্বালানি তেল কিংবা শিশুখাদ্য কিনতে ধরতে হচ্ছে কয়েক কিলোমিটার লম্বা লাইন। দেশজুড়ে ১০ থেকে ১২ ঘণ্টার ওপরে থাকছে না বিদ্যুৎ। এই পরিস্থিতির কারণে দেশটির সাধারণ জনগণ প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপকসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চালিয়ে আসছে গত কয়েকদিন ধরে। এরই মধ্যে মঙ্গলবার রাজপকসে সরকার শ্রীলঙ্কাকে ঋণ খেলাপি হিসেবে ঘোষণা দিল।
চরম এই আর্থিক অবস্থার জন্য শ্রীলঙ্কার মানুষ দোষারোপ করছেন প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপকসে ও তার পরিবারতান্ত্রিক শাসনব্যবস্থাকে। দেশজুড়ে বিক্ষোভের মাঝে শ্রীলঙ্কায় রাষ্ট্রপতিভবন ঘেরাও করা হয়; চলে বিক্ষোভ, সংঘাত ও গ্রেপ্তার। এরপরেও সংকট মোকাবেলার উপযুক্ত কোনো কৌশল এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না শ্রীলঙ্কায়।
এদিকে ঋণ খেলাপি নিয়ে বিশেষজ্ঞদের মতামত, শ্রীলঙ্কা একাই এই ঋণ খেলাপি হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। ঋণের অপরপক্ষের সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা করেনি কলম্বো। উল্লেখ্য, চলতি বছরের ঋণের কিস্তি মেটাতে শ্রীলঙ্কার প্রয়োজন ৭ বিলিয়ন মার্কিন ডলার, সেখানে দেশটির রিজার্ভের পরিমাণ মাত্র ১.৯ বিলিয়ন মার্কিন ডলার।
- সূত্র: এনডিটিভি