আর কয়েক ঘণ্টা হয়তো বেঁচে থাকব, আমাদের সাহায্য করুন: মারিউপোলে অবরুদ্ধ মেরিন কমান্ডার
আজভ উপসাগর তীরের ইউক্রেনীয় বন্দরনগরী মারিউপোল থেকে এক মেরিন কমান্ডার বুধবার ভোরে একটি ভিডিও বার্তা প্রেরণ করেছেন। সেখানে তিনি দাবি করেন, তার বাহিনীর হাতে হয়তো আর মাত্র কয়েক ঘণ্টা আছে।
বিবিসি এবং অন্যান্য মিডিয়াতে পাঠানো সেই ভিডিওতে মেজর সের্হিয়ে ভলাইনা বলেছেন, তার সেনারা আত্মসমর্পণ করবে না। তবে তিনি আহত ৫০০ সেনা এবং শত শত নারী ও শিশুর জন্য আন্তর্জাতিক সহায়তার অনুরোধ করেছেন।
এক ইস্পাত কারখানার ভূগর্ভস্থ আশ্রয়স্থলে বেসামরিক নাগরিকদের সঙ্গে মেজর আশ্রয় নিয়েছেন।
মেজর ভলাইনা বলেন, "এটিই হয়তো বিশ্বের কাছে আমাদের শেষ বার্তা। খুব সম্ভব আমাদের হাতে আর মাত্র ক'টা দিন বা ঘণ্টা বাকি আছে"।
"আমরা বিশ্বনেতাদের আমাদেরকে সাহায্য করার আহ্বান জানাই। তারা যেন আমাদের তৃতীয় কোনো দেশে যাবার ব্যবস্থা করে দেন।"
রুশ আক্রমণে কোণঠাসা ইউক্রেনীয় যোদ্ধারা বর্তমানে মারিউপোল শহরের আজভস্তাল মেটালার্জিকাল প্লান্টে অবস্থান করছে।
কয়েক সপ্তাহকালের বেশি সময় ধরে রুশ বাহিনী ঘিরে রেখেছে মারিউপোলকে। প্রচণ্ড লড়াই চলছে অবরুদ্ধ নগরীর দখল নিয়ে। এ শহরেই ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত সবচেয়ে তীব্র লড়াই হয়েছে, ধ্বংস হয়ে গেছে অধিকাংশ বসতবাড়ি ও অবকাঠামো।
ইউক্রেনের ন্যাশনাল গার্ডের কমান্ডার মেজর ভলাইনা বলেন, "শত্রুদের ইউনিটগুলোর সংখ্যা আমাদের চেয়ে কয়েকগুণ বেশি; তারা আকাশে, আর্টিলারিতে, গ্রাউন্ড ট্রুপে এবং মেশিন ও ট্যাঙ্কে জিতেই চলেছে।"
প্ল্যান্টে এই মুহূর্তে কতজন ইউক্রেনীয় সৈন্য অবস্থা করছেন তা ভলাইনা জানান নি। তবে তাদের মধ্যে এখনও লড়াইয়ের মনোভাব রয়েছে, সেটি স্বীকার করেছেন। ভলাইনা আরও জানিয়েছেন যে, আহতদের অবস্থা শোচনীয়।
ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর থেকে মারিউপোল রাশিয়ার জন্য একটি কৌশলগত লক্ষ্যে পরিণত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহে বিবিসিকে বলেছিলেন, তার ধারণা রুশ বোমা হামলায় এখন পর্যন্ত মারিউপোল শহরে প্রায় ২০ হাজার লোক নিহত হয়েছে।