সাভারে ঈদের দিন রাত থেকে পরবর্তী ৪৮ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
গ্যাস সঞ্চালন পাইপ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঢাকার সাভারে ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টা সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একথা জানিয়েছেন তিতাস গ্যাসের সাভার জোন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম।
মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে তিতাসের এই কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, 'পেট্রোবাংলা'র জারীকৃত এক শিডিউল অনুযায়ী, গ্যাস সঞ্চালন পাইপ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টা এই জোনের আওতাধীন সাভার, আশুলিয়া ও গাজিপুরের কাশিমপুর এলাকার কিছু অংশে থাকা সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।'
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল অফিস সূত্র বলছে, এই জোনের আওতায় বর্তমানে আবাসিক গ্রাহক রয়েছে মোট ৫১ হাজার, এছাড়া শিল্প কলকারখানাসহ বাণিজ্যিক গ্রাহক রয়েছে প্রায় দেড় হাজার।
তিতাসের এই কর্মকর্তা আরও জানান, শুধু সাভারেই নয়, পেট্রোবাংলা'র শিডিউল অনুযায়ী এই সময়ে ঢাকার ধামরাই উপজেলাতেও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শেষে উল্লেখিত সময়ের পরে যথারীতি গ্যাস সরবরাহ চালু হবেও বলেও জানান তিনি।