এপ্রিলে দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগ বাইক চালক-আরোহী: রোড সেফটি ফাউন্ডেশন
এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় সারা দেশে যতো জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ৪৪.২৬ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
শনিবার (৭ মে) সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা রোড সেফটি ফাউন্ডেশনের পক্ষ থেকে এপ্রিল মাসের দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ করা হয়। সংগঠনটি সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করে।
সংগঠনটি জানিয়েছে, এ বছরের এপ্রিল মাসে দেশে ৪২৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৫৪৩ জন ও আহত হয়েছেন ৬১২ জন।
এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২০৬ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ৩৭.৯৩ শতাংশই মোটরসাইকেলের চালক ও আরোহী। এরপর আছেন পথচারী। দুর্ঘটনায় ২১.৩৬ শতাংশ পথচারী নিহত হন।
রোড সেফটি ফাউন্ডেশন আরও বলছে, এপ্রিল মাসে প্রতিদিন গড়ে ১৮ জন নিহত হয়েছেন, যা মার্চের তুলনায় ৪.৭৩ শতাংশ কম। দুর্ঘটনায় ১৮ থেকে ৬৫ বছর বয়সী কর্মক্ষম মানুষ নিহত হয়েছেন ৭৯.৩৭ শতাংশ।
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান জানান, ট্রাক-সহ পণ্যবাহী দ্রুতগতির যানবাহন ও মোটরসাইকেল দুর্ঘটনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ড্রাইভারদের বেপরোয়া গতিতে পণ্যবাহী যানবাহন চালানো এবং অপ্রাপ্ত বয়স্ক ও যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানোর দুর্ঘটনার অন্যতম কারণ, বলেন তিনি।
এছাড়া, পথচারীদের সড়কে নিয়ম মেনে না চলা, যানবাহনগুলোর বেপরোয়া গতিতে চলা এসব কারণে পথচারী নিহতের ঘটনা বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।