কৈলাশটিলা গ্যাসক্ষেত্র থেকে দৈনিক ১৯ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কৈলাশটিলা ৭ নং কূপ থেকে দৈনিক ১৯ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করা হয়েছে।
৭ মে শনিবার রাত ৮ টা ৪৫ মিনিট থেকে এই সরবরাহ শুরু হয়েছে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মো. আসলাম উদ্দিন।
কৈলাশটিলা ৭নং কূপ থেকে ২০১৬ সালের দিকে গ্যাস উৎপাদন বন্ধ হয়ে যায়।
এরপর এ বছরের ফেব্রুয়ারিতে সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষের হয়ে কূপটিতে ওয়ার্ক-ওভার শুরু করে রাষ্ট্রীয় তেল, গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাপেক্স।
ওয়ার্ক-ওভার কাজ শেষ হয় গত মাসের দিকে।
নানা পরীক্ষানিরীক্ষা শেষে শনিবার রাতে জাতীয় গ্রীডে এই গ্যাস সরবরাহ শুরু করা হয় বলে জানিয়েছেন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।
এখন এই কূপ থেকে ২৮০০ পিএসআই-তে গ্যাস উৎপাদন হচ্ছে বলে জানান তিনি।
বর্তমানে দেশের ২২টি গ্যাসক্ষেত্র থেকে প্রায় ২৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হয়।
তবে বিদেশ থেকে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসসহ (এলএনজি) দেশের মোট সরবরাহ প্রায় ৩০০০ মিলিয়ন ঘনফুট।