চট্টগ্রামেই রানে ফিরবেন মুমিনুল-মুশফিক, আভাস পেয়েছেন সিডন্স
মুমিনুল হক ও মুশফিকুর রহিম; দুজনই বাংলাদেশের ব্যাটিং বিভাগের অন্যতম সেরা অস্ত্র। একজনের হাতে টেস্ট দলের নেতৃত্বভার, সঙ্গে তিন নম্বর জায়গাটি সামলানোর গুরুদায়িত্ব। ক্যারিয়ার শুরুর দিকে ব্যাট হাতে দারুণ ধারাবাহিক থাকায় মুমিনুলের নামের পাশের বসে গিয়েছিল 'জুনিয়র ব্র্যাডম্যান'- এর খেতাব। আরেকজন উইকেটের পেছন সামলানোসহ ব্যাট হাতে দলকে পথ দেখান। বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৩টি ডাবল সেঞ্চুরির মালিক মুশফিক। অন্যান্য ফরম্যাটেও তার দিকে চেয়ে থাকে বাংলাদেশ।
যদিও সম্প্রতি মুমিনুল-মুশফিকের দিকে তাকিয়ে থেকে লাভ হয়নি বাংলাদেশের। ব্যাট হাতে একেবারেই ভালো সময় যাচ্ছে না তাদের। কেবল টেস্ট খেলা মুমিনুল তার সর্বশেষ দুই টেস্টের ৪ ইনিংসে করেছেন মাত্র ১৩ রান। মুশফিক তার সর্বশেষ ২ টেস্টে করেছেন ৫৯ রান, রান পাননি ঢাকা প্রিমিয়ার লিগেও। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে তাই বাংলাদেশের দুশ্চিন্তার কারণ এই দুই ব্যাটসম্যান। যদিও বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স মনে করেন, চট্টগ্রামেই রানে ফিরবেন মুমিনুল-মুশফিক। এমনই আভাস পেয়েছেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান এই কোচ।
আগামী ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট। এই ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি সারতে ৮ মে চট্টগ্রামে এসেছে ঘরের মাঠের দলটি। মঙ্গলবার জহুর আহমেদে দ্বিতীয় দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ। এই অনুশীলন পর্বের এক ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন সিডন্স। যেখানে প্রিয় দুই শিষ্যকে নিয়ে আশার কথা জানান তিনি।
মুশফিকের বিষয়ে প্রশ্ন করা হলে জাতীয় দলের সাবেক এই প্রধান কোচ বলেন, 'প্রতিটি ব্যাটসম্যানই এই সময়টার ভেতর দিয়ে যায়, যখন রান করে না। গত দুই দিন এখানে (অনুশীলনে) সে যেভাবে খেলছে, আমি আত্মবিশ্বাসী যে এই সপ্তাহে সে এখানে ম্যাচেও রান করবে। তাকে ব্যাটিং দেখতে মুখিয়ে আছি আমি। খুব ভালো কিছুর আভাস আমি দেখেছি (মুশফিকের ব্যাটিংয়ে), তার সঙ্গে দুই-একটি ব্যাপার নিয়ে কাজ করেছি। আমার মনে হয়, সত্যিই সফল একটি সিরিজ কাটাবে সে।'
পরিশ্রমী ক্রিকেটার সুখ্যাতি আছে মুশফিকের। সবার আগে অনুশীলনে গিয়ে সবার পরে শেষ করাদের কাতারের ক্রিকেটার তিনি। মঙ্গলবার জহুর আহমেদ কয়েক দফায় নেটে ব্যাটিং করেছেন মুশফিক। সকাল ১১ টায় একবার নেট করেন তিনি। দুপুর ২টায় দলের সঙ্গে আবার ব্যাটিং শুরু করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। মুশফিকের ব্যাটিং পাখির চোখেই পরখ করেছেন সিডন্স। কাজ করেছেন ব্যাটিংয়ের বিভিন্ন দিক নিয়ে। তবে সেসব বলতে চাইলেন না তিনি, 'ম্যাচেই তা দেখতে পাবেন। আমার মনে হয়, মুশির কাছ থেকে আরও ভালো কিছু দেখতে পাবেন এই ম্যাচে।'
মুশফিকের মতো টেস্ট অধিনায়ক মুমিনুলের ফর্ম নিয়েও চিন্তিত নন সিডন্স। বরং এই টেস্টে বাঁহাতি এই ব্যাটসম্যানের দুটি সেঞ্চুরি করার সুযোগ দেখছেন বাংলাদেশের ব্যাটিং কোচ, 'আমি ওকে বলেই যাচ্ছি, সে চট্টগ্রামে ৯টি সেঞ্চুরি (৭টি) করেছে এবং এখানে আরেকটি সুযোগ আরও গোটা দুই সেঞ্চুরি করার। এই মাঠ সে ভালোবাসে। আমরা চেষ্টা করছি তাকে তৈরি করে তুলতে এবং সে দারুণ আত্মবিশ্বাসী।'