সঞ্জয় সমাদ্দারের ঈদুল আজহার নাটকে মোশাররফ করিম ও মিম
শেষ কবে জুটি হয়ে একসঙ্গে নাটকে অভিনয় করেছিলেন মনে করতে পারলেন মোশাররফ করিম ও বিদ্যা সিনহা মিম। অনুমান করে দুজনই জানালেন, 'সাত আট বছর তো হবেই'।
দীর্ঘ বিরতি শেষে আবারও দুজন একসঙ্গে অভিনয় করলেন 'মনের মানুষ' নামের একটি নাটকে। এটি রচনা ও পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা সঞ্জয় সমাদ্দার।
ক'দিন আগে নাটকটির শুটিং হলো ঢাকার উত্তরা ও তিনশ ফুটসহ বিভিন্ন এলাকায়।
শুটিং স্পটে বসে নাটকটি নিয়ে পরিচালক বলেন, 'গল্পটা একজন প্রবাসীর। দেশে ফেরার পর নানা ঘটনার মধ্যে দিয়ে তাকে যেতে হয়। সেই প্রবাসীর চরিত্রে অভিনয় করেছেন দেশের শক্তিমান অভিনেতা মোশাররফ করিম আর তার স্ত্রীর চরিত্রে বিদ্যা সিনহা মিম। আমার কাছে এই দুটি চরিত্রের জন্য দুজনকে পারফেক্ট মনে হয়েছে। তাই তাদের নিয়ে কাজটি করা।'
চলচ্চিত্র নিয়ে পুরোদুস্তর ব্যস্ত সময় কাটান মিম। তবে মাঝেমধ্যে দর্শকদের কথা বিবেচনা করে বছরে দু-একটা নাটকেও অভিনয় করা হয় ইদানীং। সে প্রসঙ্গে বলেন, ঈদুল ফিতরে একটা নাটকে অভিনয় করেছিলাম। আর ঈদুল আজহার জন্য এই নাটকটি করলাম। ঈদে আমার ছবি রিলিজ হয়নি তাই চাই না দর্শক আমাকে মিস করুক। এই কারণেও নাটকটা করা। আর গল্পটিও চমৎকার। এছাড়া, পরিচালক সঞ্জয় সমাদ্দারের সাথে নানান কাজ নিয়ে অনেকদিন ধরে আলোচনা হয়। কিন্তু, কাজ করা হয় না। তাই এবার গল্পটা শুনেই বলেছি কাজটা করব।'
গল্পটি ভালো লেগেছে মোশাররফ করিমেরও। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এটার গল্পটা আলাদা। শুটিংটা হচ্ছে খুব জমজমাট করে। মিমের সাথেও অনেকদিন পরে কাজ। সব মিলিয়ে ভালো লাগছে।'
পরিচালক জানান, আসছে ঈদুল আজহায় প্রচারিত হবে 'মনের মানুষ'।