কনটেইনার ডিপো অগ্নিকাণ্ড: ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ডে ডিপোর ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত নিহত হয়েছেন ৪৪ জন।
মঙ্গলবার (৭ জুন) ডিপো কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগে মামলাটি করেন সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক আশরাফ সিদ্দিকী।
চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "বিস্ফোরণের ঘটনায় ডিপোর ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।"
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, "আমরা তদন্ত শুরু করেছি। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।"
সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম টিবিএসকে বলেন, মালিকদের বিরুদ্ধে নয়, যেসব ব্যক্তি ডিপো পরিচালনার সাথে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত কমিটি বিষয়টির অনুসন্ধান করছে, তাতে মালিকদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরকেও মামলায় অন্তর্ভুক্ত করা হবে।
আশরাফুল করিম জানান মামলার আসামিরা হলেন- বিএম কনটেইনার ডিপো লিমিটেড এর ডিজিএম নুরুল আক্তার, ম্যানেজার অ্যাডমিন খালেদুর রহমান, সহকারী অ্যাডমিন অফিসার আব্বাস উল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ নাসির উদ্দিন, সহকারী ব্যবস্থাপক আব্দুল আজিজ, কন্টেইনার ফ্রেইট স্টেশন ইনচার্জ সাইফুল ইসলাম, কন্টেইনার ফ্রেইট স্টেশন নজরুল ইসলাম ও বিএম কন্টেইনার ডিপো লিমিটেডের জিএম নাজমুল আক্তার খান।
শনিবার (৪ জুন) রাতে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলকর্মীসহ অন্তত ৪৪ জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন।
রাত ১১টার দিকে ভাটিয়ারীতে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। ডিপোতে থাকা রাসায়নিক কনটেইনারগুলোর বেশিরভাগই একসাথে বিস্ফোরিত হয়।
তীব্র এই বিস্ফোরণে আশেপাশের বেশ কয়েকটি ভবনের জানালার কাঁচ ভেঙে যায়। প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে এই বিস্ফোরণের প্রভাব অনুভূত হয়েছে বলে জানা গেছে।