মানবদেহে করোনা প্রতিষেধকের প্রথম প্রয়োগ
নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এর প্রতিষেধক মানবদেহে প্রথম পরীক্ষামূলক প্রয়োগ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
দেশটির এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, আজ সোমবার মানবদেহে কোভিড-১৯ এর প্রতিষেধক প্রয়োগ শুরু করা হবে।
নাম-পরিচয় গোপন রাখার শর্তে ওই কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানান, দেশটির জাতীয় স্বাস্থ্য গবেষণা কেন্দ্র এই ক্লিনিক্যাল ট্রায়ালে অর্থায়ন করছে। সিয়াটলে অবস্থিত কাইজার পার্মানেন্টে ওয়াশিংটন হেলথ রিচার্চ ইন্সটিটিউডে সুস্বাস্থ্যের অধিকারী ৪৫ তরুণ স্বেচ্ছাসেবীর শরীরে পরীক্ষামূলকভাবে এই প্রতিষেধক ব্যবহার করা হবে।
প্রথমে একজনকে পরীক্ষামূলকভাবে ভ্যাকসিন বা প্রতিষেধকটি দেওয়া হবে। এতে কী ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হয় তা পর্যবেক্ষণ করা হবে।
পরীক্ষামূলক প্রতিষেধক দ্বারা স্বেচ্ছাসেবীদের মাঝে ভাইরাসটি ছড়ানোর কোনো ঝুঁকি নেই। কারণ এতে সরাসরি ভাইরাসটির উপস্থিতি থাকছে না। ক্লিনিক্যাল ট্রায়ালের সফলতার ওপর ভিত্তি করে পরবর্তীতে আরও উন্নত প্রতিষেধক প্রস্তুত করা যাবে।
আজ সোমবার যে প্রতিষেধকটি প্রয়োগ করা হচ্ছে তা যৌথভাবে প্রস্তুত করেছে এনআইএইচ এবং মর্ডেনা ইঙ্ক নামের দুটি জৈব চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান।
গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া প্রতিষেধকটি ভালো ফল দিলে এর চূড়ান্ত পরীক্ষা করতে আরও ১৮ মাস বা এক বছরের বেশি সময় লাগবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
পুরো বিশ্বজুড়ে সোমবার পর্যন্ত ৬ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। এর বিস্তার মোকাবিলায় বিশ্বজুড়ে প্রায় এক ডজনের বেশি শীর্ষ ওষুধ প্রস্তুতকারক এবং চিকিৎসা বিজ্ঞান সংশ্লিষ্ট গবেষণাগার সবার আগে প্রতিষেধক তৈরির প্রতিযোগিতায় লিপ্ত। এই অবস্থায় প্রথম মানবদেহে পরীক্ষামূলক প্রতিষেধকের প্রয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্র একধাপ এগিয়ে গেলো।