১৯ জুন থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা
আগামী ১৯ জুন থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা, চলবে ১৭ জুলাই পর্যন্ত।
আজ রোববার (১২ জুন) শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এক সংবাদ সম্মেলনে জানান, ৬ জুলাইয়ের মধ্যে তত্ত্বীয় অংশের পরীক্ষা শেষ হবে, ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ৭ জুলাই থেকে।
মাদ্রাসা বোর্ডের তত্ত্বীয় অংশের পরীক্ষা হবে ১৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত, পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা হবে ৭ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত।
ভোকেশনালের তত্ত্বীয় অংশের পরীক্ষা হবে ১৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত, ব্যবহারিক পরীক্ষা ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত।
১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে।
পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দীপু মনি।
৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা শিক্ষাবোর্ড ও কারিগরি শিক্ষাবোর্ডে এবার মোট পরীক্ষা দেবে ২০,২১,৮৬৮ জন। দেশজুড়ে মোট ৩৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সাধারণত প্রতি বছরের ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা হলেও এ বছর কোভিড-১৯ এর কারণে পরীক্ষার সময়ে পেছানো হয়।
পরীক্ষার বিষয়, নম্বর ও সময় কমিয়ে এবং পূর্ণবিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে এবার পরীক্ষা হতে যাচ্ছে।
এ বছর ২০২১ সালের তুলনায় মোট পরীক্ষার্থী কমেছে ২,২১,৩৮৬ জন। তবে মোট প্রতিষ্ঠান বেড়েছে ৫৫৬টি ও কেন্দ্র বেড়েছে ১১১টি।
আজ (১২ জুন) আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য জানানো হয়।