পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে হোটেল ও মেসগুলোতে তল্লাশি চালাবে পুলিশ
পদ্মা সেতু উদ্বোধন ও আসন্ন রথযাত্রা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর আবাসিক হোটেল ও শিক্ষার্থীদের মেসে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান।
পদ্মা সেতুর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে অনেক ভিভিআইপি এবং ভিআইপি ব্যক্তিদের উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, "নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।"
পাশাপাশি টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমপি প্রধান আরও বলেন, আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে যেসব এলাকায় গরুর হাট বসবে, সেসব স্থানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, "হাটে চাঁদাবাজিসহ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।"
বর্তমানে পুলিশের কাছে আসা বেশিরভাগ অভিযোগই 'সাইবার ক্রাইম'কেন্দ্রিক জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, "এ ধরনের ঘটনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।"
এছাড়াও রাজধানীতে মোটরসাইকেল চুরি প্রতিরোধে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।