ইমরান খানের বেডরুমে 'স্পাই ক্যামেরা' লাগাতে গিয়ে ধরা পড়লো তার নিজেরই কর্মী!
গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বেডরুমে 'স্পাই ক্যামেরা' (গোপন ক্যামেরা) লাগাতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন তার বাড়িরই এক কর্মী। পাকিস্তানের সংবাদমাধ্যমে এমনটাই দাবি করেছে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তাদের ভাষ্যে, ইমরান খানের উপর নজরদারি চালানো হচ্ছে এবং ওই কর্মীকে ঘুষ দিয়ে এ কাজ করানো হয়েছে।
সূত্রের বরাত দিয়ে পাক সংবাদমাধ্যম 'এআরওয়াই নিউজ' জানিয়েছে, ইসলামাবাদের বানি গালায় ইমরান খানের উপর গুপ্তচরবৃত্তির এ প্রচেষ্টা ধরা পড়ে। ইমরানের বাড়ির এক পরিচ্ছন্নতাকর্মী তার শোওয়ার ঘরে একটি 'স্পাই ক্যামেরা' লাগানোর সময় তাকে হাতেনাতে ধরে ফেলেন আরেক কর্মচারী। তিনিই নিরাপত্তারক্ষীদের বিষয়টি জানান। এরপর ওই পরিচ্ছন্নতাকর্মীকে আটক করা হয়। যদিও পিটিআই নেতা শেহবাজ গিলের দাবি, ওই কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
সম্প্রতি ইমরান খানকে খুন করার গুজবও ছড়িয়েছে পাকিস্তানে। তার জীবনের আশঙ্কা রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন পিটিআইয়ের বহু নেতা। এরই মধ্যে নতুন করে ধরা পড়লো এই গুপ্তচরবৃত্তি। এ ঘটনা নিয়ে মুখ খুলেছেন দলের নেতা শেহবাজ।
স্থানীয় সংবাদমাধ্যমে এ ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে তিনি বলেন, ''জঘন্য ঘটনা। পাক সরকার-সহ সংশ্লিষ্ট সব এজেন্সিকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। খবর জানতে আমাদের লোকজনকে হুমকি দেওয়া হচ্ছে। এ ধরনের লজ্জাজনক কাজ এড়ানো উচিত।''
তবে ধরা পড়া কর্মী এ বিষয়ে বেশকিছু তথ্য দিয়েছেন বলে দাবি করেছেন শেহবাজ। যদিও কী তথ্য প্রকাশ করেছেন ওই কর্মী, তা জানাননি তিনি ।