পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত
যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রথম দিনেই পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন মো. আলমগীর হোসেন (২৫) ও মো. ফজলু (২৪)। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেন।
২৬ জুন রোববার রাতে সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝখানে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মুন্সিগঞ্জের এএসপি সুমন দেব।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতদের দুজনই ঢাকার নবাবগঞ্জের বাসিন্দা। আলমগীর পেশায় মোটরসাইকেল মেকানিক ছিলেন, তিনি নবাবগঞ্জের সমসাবাদ এলাকার বাসিন্দা। আর বিদেশফেরত ফজলু হরিশকুল এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, গুরুতর আহত দুই ব্যক্তি ব্রিজের ওপর পড়ে আছেন। দুর্ঘটনাস্থলের পাশে রক্তের দাগ ও আহতদের জুতা পড়ে আছে এবং তাদের হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জানতে চাইলে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, আমরা দুর্ঘটনার বিষয়টি শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখছি।
রোববার সকাল ৬টায় সেতুর ফটক খুলে দেওয়ার আগপর্যন্ত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শত শত বাস, ট্রাক, গাড়ি, মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
গতকাল রাতেই সেতুর মাওয়া পয়েন্টে প্রথম সুযোগেই সেতু পার হওয়ার জন্য মানুষের ভিড় শুরু হয়।
তবে দিন গড়ানোর সাথে সাথে পরিস্থিতির উন্নতি হয়।
এদিকে পদ্মা সেতুর নিরাপত্তা ও সুরক্ষায় সেতু কর্তৃপক্ষের আরোপিত নিয়ম ভাঙতে দেখা গেছে অনেককে।
সোমবার থেকে সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সেতু বিভাগ।