উহানে মানবদেহে করোনা প্রতিষেধক পরীক্ষা করছে চীন
ক্যানসাইনো বায়োলজিক্স নামের চীনের একটি প্রতিষ্ঠান করোনা প্রতিরধে একটি নতুন ভ্যাকসিন তৈরি করার কথা জানিয়েছে। দেশটির সরকারের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর এখন এই প্রতিষেধক মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের উদ্যোগ নিচ্ছে কোম্পানিটি।
গত বুধবার হংকং পুঁজিবাজারে এক সংবাদ সম্মেলনে ক্যানসাইনো এসব তথ্য জানায়। নতুন প্রতিষেধকটি তারা চীনা সামরিক বাহিনীর গবেষণা অঙ্গ চায়না একাডেমি অব মিলিটারি মেডিক্যাল সায়েন্সের সঙ্গে যৌথ গবেষণায় প্রস্তুত করে।
চীনে তৈরি এই প্রতিষেধক খুব শীঘ্রই ভাইরাসের প্রাথমিক উৎসস্থল চীনের উহান নগরীতে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করবে। এই প্রথম চীনে তৈরি করোনা প্রতিষেধক পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগ করা হচ্ছে।
তবে অসুস্থ রোগী নয়, ক্লিনিক্যাল ট্রায়ালে ওই শহরের সুস্থ ১০৮ স্বেচ্ছাসেবীর দেহে ভ্যাকসিনটি প্রয়োগ করা হবে। মূলত চীনের এই নগর থেকেই বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে, যাতে বুধবার নাগাদ ১ লাখ ৯০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন কমপক্ষে ৭ হাজার ৮০০ জন।
আইইডিসিআর আজ বিকেলে (ঢাকার স্থানীয় সময় ৩টা বেজে ৪৮ মিনিটে) এই ভাইরাসে দেশের প্রথম মৃত্যুর কথা নিশ্চিত করে ।