কালাশনিকভের তৈরি নিজস্ব ‘কামিকাজে’ ড্রোন কুবা ব্যবহার করছে রাশিয়া, যেভাবে কাজ করে এটি
কুবা-কে উৎক্ষেপণ করার জন্য বিশেষ কোনো প্রস্তুতির দরকার হয় না। যেকোনো জায়গা থেকে এটি আকাশে ওড়ানো যায়। এমনকি গাড়ির ছাদে বসিয়েও এ ড্রোন উৎক্ষেপণ করা সম্ভব। এটি রকেট-চালিত নয় বলে শনাক্ত করাও কঠিন।