‘সাগর তীরে এখনও লাশ ভেসে আসছে’: লিবিয়ার ভয়াবহ বন্যায় ২০ হাজার জনের মৃত্যুর আশঙ্কা

দের্নার সড়কে সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে লাশ, বিশুদ্ধ খাবার পানির সরবরাহও নেই। ঝড়ের আঘাতে অনেক পরিবারের সবাই মারা গেছে। দের্নার বাইরে গ্রাম ও মফস্বলগুলো দানিয়েলের আঘাতে বিধ্বস্ত। তবে এসব জায়গা...