চট্টগ্রামে বহদ্দারহাট ফ্লাইওভারের কালুরঘাটমুখী র্যাম্প দিয়ে যান চলাচল শুরু
চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম জানিয়েছেন, হালকা ও মাঝারি যানবাহন চলাচলের জন্য র্যাম্পটি খুলে দেওয়া হয়েছে। তবে ফ্লাইওভারের এই র্যাম্প দিয়ে আট ফুটের বেশি উচ্চতার যানবাহন চলাচল করতে পারবে না।