অবশেষে ধরা পড়ল ভ্যান গঘের পেইন্টিং চোর?

গত বছরের ৩০ মার্চ আমস্টারডামের সিংগার লরেন মিউজিয়াম থেকে কাঁচের দেয়াল ভেঙে লুট করা হয় ভ্যান গঘের ১৮৮৪ সালে আঁকা 'দ্য পারসোনেজ গার্ডেন অ্যাট নুনেন ইন স্প্রিং' চিত্রকর্মটি।