পৃথিবী চ্যাপ্টা- প্রমাণ করতে গিয়ে মরলেন রকেট মাইক

পৃথিবী গোলাকার নয়, বরং চ্যাপ্টা- এ তত্ত্ব জাহির করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ডানপিটে পাইলট মাইক হিউজেস। এবার সেটি প্রমাণ করতে গিয়ে প্রাণ হারালেন তিনি।