‘দৌড়ানোর সময় মাথায় অনেক চিন্তা আসে', তাই জগিং বাদ দিয়েছেন জাকারবার্গ!
জাকারবার্গের কাছে সকালে ঘুম থেকে উঠে মোবাইলের দিকে তাকানো মানেই কেউ একজন যেন তার পেটে ঘুষি মেরেছে! আর সে কারণেই ঘুম থেকে উঠে মোবাইলের স্ক্রিনে নয়, বরং ব্যায়ামের দিকে মনোনিবেশ করেন জাকারবার্গ।