‘আমার খালাস হইসে রে, আমি মুক্তি পাইসি এইবার’: খালাসের আনন্দে হাতকড়াসহ কোর্ট থেকে রাজুর দৌড়
আদালতে ঘটনার প্রত্যক্ষদর্শী এক আইনজীবী বলেন, “বেলা সাড়ে ১১টার দিকে এক ব্যক্তি হাতকড়া নিয়ে কোর্টরুম থেকে বেরিয়ে ‘আমার খালাস হইসে রে, আমি মুক্তি পাইসি এইবার’ বলতে বলতে মূল সড়কে চলে যান।”