সাগরের পানি দিয়ে গাজার টানেল ভাসিয়ে দেওয়ার পরিকল্পনা ইসরায়েলের 

গাজায় ভূগর্ভস্থ পানি ইতোমধ্যেই লবণাক্ত হতে শুরু করেছে। টানেল ভাসিয়ে দেওয়ার এ পরিকল্পনা ইতোমধ্যেই দূষিত হওয়া গাজার মাটিকে আরো দূষিত করবে। সেই সঙ্গে টানেলে মজুদ করে রাখা বিভিন্ন বিপজ্জনক বস্তুগুলোও...