ওয়েবসাইটে ভুল দাম উল্লেখের খেসারত: ১৪ হাজার ডলারের ডায়মন্ড দুল বিক্রি হলো ১৪ ডলারে
মূলত বিলাসবহুল ব্র্যান্ডটির দুল জোড়ার দাম লেখার কথা ছিল ২৩৭,০০০ পেসো (১৪ হাজার ডলারের বেশি)। অথচ ভুলে সেখানে লেখা ছিল ২৩৭ পেসো (১৩.৮৫ ডলার বা প্রায় ১৪ ডলার)। অর্থাৎ, ভুলক্রমে দামের সঙ্গে থাকা শেষের...