‘মনে হচ্ছিল ভারত বলে নো বল দিলো’

২০১৫ বিশ্বকাপে ভারতের বিপক্ষে মেলবোর্নে ১০৯ রানে হেরে যাওয়া ম্যাচে নো বলের সেই ঘটনাটি দাগ কেটে আছে ক্রিকেটারদের মনে। এখনও চোখ বুজলে সেই হতাশার দৃশ্য দেখতে পান রুবেল, ইমরুল, তাসকিনরা।