মোগল-মারাঠা যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্মকর্তা যেভাবে রাজনৈতিক সুবিধা আদায় করে নেয়!
অবরোধ আট বছর স্থায়ী হয়। এই সময়ে হিগিনসন কোনো পক্ষে না গিয়ে নিরপেক্ষতার অবস্থান বেছে নেন। মারাঠারা যখন মোগল সেনাপতি আলী মারদান খানকে বন্দী করে, তখন তিনি মধ্যস্থতা করতে অস্বীকার করেন।