ফুটপাতের শীতের হরেক পিঠা: বেড়েছে দাম, ছোট হয়েছে পিঠার আকার!

গতবছর ভাপা পিঠা বিক্রি হয়েছে প্রতি পিস ১০ টাকা দরে। তবে এবার তা ২০ টাকা। চালের গুড়ো ও ময়দা মিশ্রিত চিতই পিঠা বিক্রি হচ্ছে ১০ টাকা করে, যা আগে পাওয়া যেত অর্ধেক দামে। তবে পিঠাগুলোর দাম দ্বিগুণ হলেও,...