কোমর্বিড ও নন-ভ্যাকসিনেটেড ওমিক্রন আক্রান্তদেরই মৃত্যুঝুঁকি বেশি 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, জানুয়ারি মাসে দেশে কোভিডে মারা গেছে ৩২২ জন। তাদের মধ্যে ৭৩% কোভিড ভ্যাকসিন নেয়নি। মৃতদের মধ্যে ৬০% কোমর্বিড রোগী ছিলেন।