পোকা ঘষে অন্যদের ক্ষতস্থান সারাতে চিকিৎসা দেয় শিম্পাঞ্জিরা
বাঘ, ভাল্লুক, হাতি এবং অন্যান্য প্রাণীদের মধ্যে নিজেদের চিকিৎসা দেওয়ার বিষয়টি আরও আগে থেকেই জানা ছিল। তবে শিম্পাঞ্জিরা এদিক দিয়েই আলাদা, তারা শুধু নিজেদেরই চিকিৎসা দেয় না, অন্যদেরও সাহায্য করে।