দুশো বছরের এক আশ্চর্য দোকান, যেখানে মেলে দুষ্প্রাপ্য ওষুধও, একসময় মিলত বাঘের দুধ!
কবিরাজি, হেকিমি ও বনাজী ওষুধ মিলিয়ে ৩ হাজারের ওপর উপাদান রয়েছে 'শাহ বণিকের দোকানে'। টিনের বাক্সে কাগজ এঁটে দিয়ে কোনটায় কী রাখা আছে, তা লিখে রাখা হয়েছে। বৃদ্ধ তারক, কুসুমদানা, অশ্বগন্ধা,...