‘ইচ্ছে করছে নেহার বিরুদ্ধে মামলা করতে’, অনুমতি না নিয়েই গানের রিমেক করায় ক্ষুব্ধ ফাল্গুনী পাঠক
নব্বইয়ের দশকের ছেলেমেয়েরা বড় হয়েছে ‘ম্যায়নে পায়েল হ্যায় ছানকাই’ শুনে। বলিউডের রিমেক ট্রেন্ডে গা ভাসিয়ে এই গান গেয়েছেন নেহা কাক্কড়, কিন্তু গান শুনে ভীষণ ক্ষেপেছেন নেটিজেনরা!