বিদেশি নাম বাতিল, ভিকি কৌশলের বাড়িতে ক্যাটরিনার ডাকনাম 'কিট্টু'!

সম্প্রতি ক্যাটরিনা কাইফ জানিয়েছেন, শ্বশুরবাড়িতে ক্যাট হয়ে গিয়েছেন আদরের 'কিট্টু'। পাঞ্জাবি পরিবারে প্রায় সবারই ডাকনাম থাকে, তারই প্রভাবে ক্যাটরিনাও পেয়েছেন সেরকম একটি নাম।