বনশ্রীতে চালু হয়েছে সারার আউটলেট
সম্প্রতি ঢাকার বনশ্রীতে 'সারা' লাইফস্টাইলের আউটলেটের কার্যক্রম শুরু হয়েছে। শুরুতেই ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এই আউটলেটটি। শীতকালীন পোশাক সহ 'সারা' লাইফস্টাইলের সকল পণ্যই পাওয়া যাচ্ছে এখানে।
বনশ্রীর ব্লক-ই এর ১ নং রোডের ৪৮ নং প্লটেই (ফারাজী হাসপাতালের পাশেই) পাওয়া যাবে 'সারা'র সকল পণ্য।
স্নোটেক্স গ্রুপের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড 'সারা' কাজ শুরু করেছে ২০১৮ সালের মে মাস থেকে। ঢাকার মিরপুর-৬ এ অবস্থিত 'সারা'র প্রথম আউটলেট নিয়ে কাজ শুরুর পর বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক এ এর ৪০ এবং ৫৪ নং শপটি ছিল সারা'র ২য় আউটলেট। ৩য় আউটলেটটি হল বাড়ি- ১৯ বি/৪সি ও বি/৪ ডি, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মদপুর এই ঠিকানায়। উত্তরায় সারার পোশাক পাওয়া যাবে হাউজ নং-২২, সোনারগাঁ জনপদ, সেক্টর-৯, উত্তরা, ঢাকা-এই ঠিকানায়। বারিধারা 'জে' ব্লকে আছে সারা'র আরেকটি আউটলেট।
আর সম্প্রতি বনশ্রীতে চালু হয়েছে দৃষ্টিনন্দন আরও একটি আউটলেট। এছাড়াও ঢাকার বাইরে সারা'র প্রথম আউটলেটের কার্যক্রম শুরু হয়েছে রংপুরে জাহাজ কোম্পানির মোড়েই।
সারা'র এবারের শীতকালীন সংগ্রহ থাকছে সকল বয়সী ক্রেতাদের জন্য। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি সারা'তে আছে শিশুদের জন্য বিশেষ সংগ্রহ। শীতকালীন পোশাকের এই আয়োজনে থাকছে হাল্কা এবং ভারী শীতে পরার জন্য বিভিন্ন ডিজাইনের পোশাক। এছাড়াও ডেনিমের কিছু এক্সক্লুসিভ ডিজাইনের পোশাকও পাওয়া যাবে আউটলেটে।
'সারা' এর নিজস্ব ওয়েবসাইট (www.saralifestyle.com.bd), ফেসবুক পেজ (https://www.facebook.com/saralifestyle.bd) এবং ইন্সটাগ্রাম (https://www.instagram.com/saralifestyle.bd/?hl=bn) থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে বিনামূল্যে হোম ডেলিভারি পেতে পারেন। এছাড়াও ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও আপনার অর্ডারকৃত পণ্য ডেলিভারি পাবেন।