সাংসদ শেখ তন্ময়ের উদ্যোগ: ‘ডাক্তার যাবে রোগীর বাড়ি’
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের উদ্যোগে রমজানের শুরুতে 'ডাক্তার যাবে রোগীর বাড়ি' শীর্ষক বিশেষ স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু হয়েছে তার নির্বাচনী এলাকায়।
গত ১৪ এপ্রিল বাগেরহাট সদর হাসপাতাল চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়জুল হক ও পুলিশ সুপার হুমায়ুন হক।
এই বিষয়ে শেখ তন্ময় বলেন, 'গত বছর লকডাউন এর শুরুতে যখন আমার আসনের সাধারণ খেটে খাওয়া মানুষ বাইরে বের হতে পারছিল না, যাতায়াতের স্বল্পতার কারণে মানুষ নিজ গৃহে বেশি সময় অতিবাহিত করছিল, ঠিক তখন আমার মনে হয় বাইরের দেশের মতো করে আমরা কিছু করতে পারি কি না।
ঠিক সেই সময় থেকে আসলে এই কার্যক্রম গ্রহণ করি।'
'এই জনসেবা কার্যক্রমের মাধ্যমে গতবছর পাঁচ শতাধিকের বেশি মানুষকে সেবা প্রদান করতে সক্ষম হয়েছিলাম এবং এবারও গত বছরের মতো কার্যক্রম শুরু করে, মাত্র পাঁচদিনে একশোর বেশি লোককে সেবা প্রদান করতে সক্ষম হয়েছি,' জানান সাংসদ।
শেখ তন্ময় আরও বলেন, 'আমাদের কর্মঠ স্বেচ্ছাসেবী ভ্রাম্যমাণ টিম গত পাঁচদিনে শতাধিক রোগীকে বিনা খরচে বাড়ি বাড়ি গিয়ে জরুরি মেডিকেল সহায়তা ও জরুরি ওষুধ সরবরাহ করেছে। বর্তমানে আমাদের এই কার্যক্রম বাগেরহাটের অন্যান্য তিনটি সংসদীয় আসনে একইভাবে বিনামূল্যে প্রদান করা হচ্ছে।'
এই কার্যক্রমের উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন এম আরিফুল কবির, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।