২০ বছর বয়সী বিশ্বের ক্ষুদ্রতম মানুষের কাছে গিনেস বুকে স্থান পাওয়া 'স্বপ্নের মতো'
আফশিন ইসমাইল গাদারজাদেহ বেশ বড় খবর পেয়ে উদযাপন শুরু করেছেন: তিনি এখন বিশ্বের সবচেয়ে খাটো মানুষ।
ইরানের এই ২০ বছর বয়সী ব্যক্তির উচ্চতা মাত্র ২ ফুট ১.৬ ইঞ্চি, ওজন অবিশ্বাস্য ৬.৫ কিলোগ্রাম। দুবাইয়ের গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড অফিসে যাওয়ার কয়েকদিন পরেই এই খেতাব পান তিনি, তবে তার আগে তিনবার তার উচ্চতা পরিমাপ করে রেকর্ডের হিসাব রাখা এই প্রতিষ্ঠানটি।
'গিনেজ বিশ্বরেকর্ডের খাতায় নিজের নাম দেখতে পাওয়া একটি স্বপ্ন, আমার নিজেরই এটি বিশ্বাস হচ্ছে না। এটা এমন যে আপনি আগামীকাল ঘুম থেকে উঠলেন এবং সারাবিশ্ব জানে আপনি কে। এটা জাদুকরী,' বলে জানান আফশিন।
বাসায় বসে আফশিনের প্রিয় কাজ টম অ্যান্ড জেরির মতো কার্টুন দেখা, নাচা এবং নিজের প্রিয় ফুটবল দলকে সমর্থন জোগানো। তার একজন বন্ধু আছে যে তাকে একটা ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট চালাতে সাহায্য করে, কারণ তার পক্ষে দীর্ঘক্ষণ মোবাইল ফোন বয়ে বেড়ানো বেশ কঠিন! ইতোমধ্যেই হাজার হাজার ভক্ত জুটিয়ে ফেলেছেন এই ইরানীয়।
তবে তার আকৃতির কারণে তাকে জীবনে কাঠখড় কম পোড়াতে হয়নি।
তার বাবা গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডকে জানান, তার আকৃতির কারণে তাকে স্কুল ছাড়তে হয়। মাত্র কয়েকদিন আগেই সে নিজের নাম লিখতে শিখেছে।
'ওর শারীরিক দুর্বলতা আর চিকিৎসার জন্যই ওকে স্কুল ছাড়তে হয়,' বলে জানান বাবা ইসমাইল গদরজাদেহ।
গদরজাদেহের জন্য ঠিক মাপের জামা খুঁজে বের করাও বেশ কঠিন। কারণ বাচ্চাদের জামাকাপড় তার কাছে বড় বেশি বাচ্চাসুলভ মনে হয়, এজন্য তিনি নিজের কাপড় আলাদাভাবে বানিয়ে নেন।
তবে আফশিনের অসুস্থতার জন্য ভালো চিকিৎসা করার সামর্থ্য নেই তার পরিবারের। ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে থাকা আফশিনের আকৃতির জন্য চাকরি খুঁজে বের করা প্রায় অসম্ভব। তবে আফশিন ভাবছেন গিনেজ রেকর্ডের পর হয়তো তার জন্য সুযোগ তৈরি করবে: "আমার স্বপ্ন আমার বাবা-মাকে সাহায্য করা। এই বৈশ্বিক পরিচিতি হয়তো আমাকে সাহায্য করতে পারবে।"