ঢাকা ডেন্টাল কলেজে শিক্ষকদের প্রশিক্ষণ — সম্মাননা ও সনদপত্র প্রদান
ঢাকা ডেন্টাল কলেজের আয়োজনে 'অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড সার্টিফেকেট গিভিং সিরিমনি অন টিচিং মেথডলজি অ্যান্ড অ্যাসেসমেন্ট ট্রেইনিং প্রোগ্রাম' অনুষ্ঠিত হয়েছে। দেড় বছর মেয়াদি এ প্রশিক্ষণ প্রোগ্রামে মোট ১৩৪ জন শিক্ষক অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে ১০ জনকে অনুষ্ঠানিকভাবে সনদপত্র দেওয়া হয়।
শনিবার (৭ অক্টোবর) ঢাকা ডেন্টাল কলেজে অংশগ্রহণকারী শিক্ষকদের মাঝে সম্মাননা ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা।
ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, মেডিকেল শিক্ষা আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার জন্য যথাযথ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকেরা আধুনিক বিষয় সম্পর্কে সচেতন হচ্ছেন।
মেডিকেল গ্রাজুয়েটরা যেন আন্তর্জাতিক মান বজায় রেখে পরবর্তীকালে আধুনিক চিকিৎসা ব্যবস্থা চালিয়ে নিয়ে যেতে পারেন, সেজন্য এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে জানান বক্তারা।
সেন্টার ফর মেডিকেল এডুকেশন-এর পরিচালক অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান বলেন, 'বর্তমানে সারাদেশে মেডিকেল শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় সাত হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ ও একই অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল।
অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে রেনাটা লিমিটেড।