প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন ওয়েবসাইট উন্মোচন
দেশের শীর্ষস্থানীয় ইনভেস্টমেন্ট ব্যাংক প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল) তাদের নতুন ওয়েবসাইট উদ্বোধন করেছে।
ঢাকার বনানীতে অবস্থিত তাজওয়ার সেন্টারে পি,বি,আই, এল এর নতুন ওয়েবসাইটটি উন্মোচন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সি কিউ কে মুস্তাক আহমেদ এবং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জনাব সৈয়দ এম ওমর তৈয়ব। এসময় প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
নতুন এই ওয়েবসাইটটি গ্রাহকদের পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত সেবা প্রদানের জন্য আরো উন্নত এবং ইউজার ফ্রেন্ডলি হিসেবে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহক প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের সকল পরিষেবা (ইক্যুইটি এবং ডেট ক্যাপিটাল-সম্পর্কিত পরিষেবা, কর্পোরেট অ্যাডভাইজরি, ডিসক্রেশনারী এবং নন ডিসক্রেশনারী পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস) সংক্রান্ত তথ্য, পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত তথ্য এবং বিনিয়োগে আকর্ষণীয় রিটার্ন ও ট্যাক্স রিবেট প্রাপ্তি সহ সকল সুবিধাগুলো সম্পর্কে জানা যাবে সহজেই।
সম্প্রতি চালু হওয়া এ নতুন ওয়েবসাইটটির মাধ্যমে একজন বিনিয়োগকারী প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট সরবরাহ করে অনলাইনে দ্রুত এবং সহজেই একাউন্ট খুলতে পারবেন।
প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এম ওমর তৈয়ব বলেন, "বিনিয়োগকারীর বিনিয়োগ যাত্রা আরো সহজ এবং উন্নত করতে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। তথ্যপ্রযুক্তি নির্ভর এই যুগে, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট বিনিয়োগ সংক্রান্ত সকল পরিষেবা ডিজিটালাইজেশনের আওতায় আনার পরিকল্পনা গ্ৰহণ করেছে। নতুন এই ওয়েবসাইটটি উন্মোচনের মাধ্যমে আমরা ডিজিটালাইজেশনের পথে আরো এক ধাপ এগিয়েছি। এই ওয়েবসাইটের মাধ্যমে এখন সহজে এবং দ্রুত সময়ে অনলাইনে বিও অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে পুঁজিবাজারে বিনিয়োগ করা সম্ভব।"
পিবিআইএল'র চেয়ারম্যান সি কিউ কে মুস্তাক আহমেদ বলেন, "আমাদের এই ওয়েবসাইটে পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। যা বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্টে সেক্টরের প্রতি সাধারণ মানুষের মনোযোগ আকর্ষণ করবে এবং বিনিয়োগে তাদের অংশগ্রহণ বহুগুণ বাড়িয়ে দিবে।"
নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন- www.pbil.com.bd