বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হলো ‘লেনিন’ উপন্যাসের প্রকাশনা উৎসব
কথাপ্রকাশ থেকে প্রকাশিত আশানুর রহমানের উপন্যাস লেনিন-এর প্রকাশনা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে শনিবার (২০ জানুয়ারি) বইটি নিয়ে আলোচনা করেন অতিথিরা।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আনু মুহাম্মদ, সাংবাদিক নূরুল কবীর, কথাসাহিত্যিক মশিউল আলম, কবি ও সাহিত্যিক মাসরুর আরেফিন, কথাসাহিত্যিক আফসানা বেগম এবং কবি ও সাংবাদিক ফারুক ওয়াসিফ।
সভায় কথাপ্রকাশের কর্ণধার জসিম উদ্দিন সূচনা বক্তব্য রাখেন। উপন্যাসটি লেখার প্রেক্ষাপট তুলে ধরে নিজের অনুভূতি প্রকাশ করেন আশানুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন রুছেলী খান।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নব্বই দশকে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর রুশ বিপ্লবের নায়ক ভ্লাদিমির ইলিচ লেনিন বর্তমানে বাংলাদেশে তুলনামূলক কম আলোচিত এক ঐতিহাসিক চরিত্র। কিন্তু পুরো বিংশ শতাব্দিজুড়ে দেশে-দেশে লেনিনের প্রভাব ছিল অবিস্মরণীয়।
লেনিন লেখকের প্রথম উপন্যাস। আশানুর রহমান নিজেও একসময় সক্রিয় বামপন্থী রাজনৈতিক কর্মী ছিলেন। আলোচকেরা আশা প্রকাশ করেছেন, বাংলাদেশে বামপন্থী আন্দোলনের নিস্তরঙ্গ সময়ে বইটি নতুন করে লেনিনকে নিয়ে ভাববার অবকাশ সৃষ্টি করবে।
মেহেদী হাসানের করা প্রচ্ছদের এ বইটির দাম নির্ধারণ করা হয়েছে সাড়ে ৪০০ টাকা।