আসামে আইআইটি’র বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশের টিম রেনেসাস
ভারতের আসামের গুয়াহাটির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) বার্ষিক সাংস্কৃতিক উৎসব আলচেরিঙ্গা ২০২৪-এর চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের টিম রেনেসাস। দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০টি দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন ট্রফি জয় করে বাংলাদেশ দল।
৭ থেকে ১০ মার্চ অনুষ্ঠিত এ উৎসব সমগ্র উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে বড় উৎসব। বিভিন্ন দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ নেওয়া এ প্রতিযোগিতা প্রায় এক লাখ মানুষের মিলনমেলা হয়ে ওঠে।
১৯৯৬ সালে আইআইটি গুয়াহাটিতে আলচেরিঙ্গা বা আলচার নামক এ বার্ষিক সাংস্কৃতিক উৎসবের সূচনা হয়েছিল। উৎসবের এ বারের থিমের নাম ছিল 'ক্রোম্যাটিক এলিসিয়াম'। বাংলাদেশ থেকে একাধিক দল অংশ নিয়েছিল এ বারের প্রতিযোগিতায়।
চাররাত ও তিনদিনের এ উৎসবে আন্তর্জাতিক প্রো-শো, ক্রিয়েটর ক্যাম্প, প্রো নাইটস, সামিট, সাংস্কৃতিক শোকেস, কুইজ ইত্যাদির আয়োজন ছিল। অনুষ্ঠানে সংগীত পরিবেশনা করেন ভারতীয় শিল্পী আরমান মালিক।