জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী প্রতিবাদী নাটক প্রদর্শনী শুরু
'ভাঙরে শেকল, আন রে আলো' এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী প্রতিবাদী নাটক প্রদর্শনী 'সংসক্তি সংঘট্ট: সাংস্কৃতিক প্রতিরোধ' শুরু হয়েছে।
গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সন্ধ্যায় নবরস ও পদাতিক নাট্য সংসদ প্রযোজনায় পথনাটক 'তাহাদের কথা' ও নবরস নাট্যদল পথনাটক 'আর্তনাদ' মঞ্চস্থ করেন। প্রদর্শনী চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। প্রদর্শনীর দ্বিতীয় ও তৃতীয় দিন প্রাচ্যনাট্য ও জাহাঙ্গীরনগর থিয়েটার নাটক মঞ্চস্থ করবে।
জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক সাইয়েদা মেহের আফরোজ শাঁওলি বলেন, "স্বৈরাচার পতন পরবর্তী সময়ে ২২টি শিল্পকলায় ভাংচুরসহ অসংখ্য ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। সম্প্রতি গ্রুপ থিয়েটার ফেডারেশনের সমাবেশে মামুনুর রশিদের ওপর হামলা হয়। সংস্কৃতিকর্মীদের ওপর বারবার হামলা আমাদের বিচলিত করে তুলছে। ভবিষ্যৎ সংস্কৃতিচর্চার দশা ও সংস্কৃতিকর্মীদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন।"
তিনি আরও বলেন, "আমরা মনে করি, সংস্কৃতিকর্মীদের সংহতি একান্ত দরকার। এবং গণঅভ্যুত্থানের যে স্পৃহা আমাদের মননে আমরা লালন করি তার প্রদর্শনী অতীব জরুরি। তারই পরিক্রমায় আমাদের আয়োজন 'সংসক্তি সংঘট্ট: সাংস্কৃতিক প্রতিরোধ'।"
"যে আত্মার টানে আমরা একতাবদ্ধ হই, তারই স্মরণে এই অনুষ্ঠানের নামকরণ আমরা করি 'সংসক্তি সংঘট্ট; সাংস্কৃতিক প্রতিরোধ'। আজ প্রথম দিনের আয়োজন দেখে আমি আয়োজক হিসেবে আপ্লুত হয়েছি। দুটো নাটকেই জনমানুষের ভাষা উঠে এসেছে। এবং যতদিন নাটকে সাধারণ মানুষের কথা উঠে আসতে থাকবে, ততদিন সাংস্কৃতিক প্রতিরোধ চলবে," যোগ করেন তিনি।