নিলামে বিক্রি হলো জর্জ হ্যারিসনের শৈশবের বাড়ি
বিংশ শতাব্দীর অন্যতম প্রতিভাবান গায়ক ও বিটলসের প্রধান গিটারিস্ট জর্জ হ্যারিসনের শৈশবের বাড়ি নিলামে বিক্রি করেছে ওমেগা অকশনস নামক একটি প্রতিষ্ঠান। নর্থওয়েস্ট ইংল্যান্ডের মার্সিসাইড শহরে নিউটন-লে-উইলোসে এই নিলাম অনুষ্ঠিত হয়।
১৯৪৯ সালে ছয় বছর বয়সে লিভারপুলের শহরতলী এলাকা স্পেকের ২৫ আপটাউন গ্রিনে চলে আসেন বিটলস তারকা। এ বাড়িতেই তিনি জন লেনন ও পল ম্যাককার্টনির সাথে রিহার্সাল করেছেন। কিন্তু বিটলসের ছোকরা চতুষ্টয় যখন বিশ্বজয় করতে নেমে পড়লো, তখন ১৯৬২ সালে হ্যারিসনের পরিবার বাড়িটি ছেড়ে দেয়।
নিলামে ১ লাখ ৭১ হাজার পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি টাকা) বাড়িটি কিনে নিয়েছেন জর্জ হ্যারিসনের এক আমেরিকান ভক্ত। নিলামকারী পল ফেয়ারওয়েদার জানান, বিটলস ভক্ত হওয়ার পাশাপাশি ক্রেতা এই বাড়ি কেনাকে একটা দারুণ বিনিয়োগ হিসেবেই বিবেচনা করেছেন।
একই নিলামে ষাটের দশকের জনপ্রিয় কার্নাবি স্ট্রিটের একটি মূল স্বাক্ষর প্রায় ৫,৮০০ পাউন্ডে বিক্রি হয়।
বাবা হ্যারল্ড হারগ্রিভস হ্যারিসন ও মা লুইস ফ্রেঞ্চের চার সন্তানের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন জর্জ হ্যারিসন। লিভারপুলের বাড়িতে উঠার আগে তারা লিভারপুলের ওয়েভারট্রি জেলার আর্নল্ড গ্রোভে একটি ছোট্ট বাড়িতে বসবাস করতেন।
লেনন, হ্যারিসন ও ম্যাককার্টনিদের টিনেজ বয়সে জন লেননের স্কিফল দল 'দ্য কোয়ারিমেন' ২৫ আপটাউন গ্রিনের বাড়িতে রিহার্সাল করতো। সাত বছর আগে আরও একবার বাড়িটি নিলামে উঠেছিল। তখন জনৈক বিটলস ভক্ত এটি ১৫৬,০০০ পাউন্ডের বিনিময়ে কিনে নেন।
দুনিয়া কাঁপানো ব্যান্ড দল বিটলসের গায়ক জর্জ হ্যারিসন ২০০১ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে ৫৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
সূত্র: বিবিসি